স্টাফ রিপোর্টার ; চট্টগ্রামের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর নগর পুলিশ কমিশনার মো. আনোয়ারুল হোসেন। আর চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মো. তানভীর।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত আদেশে এ পদোন্নতি দেয়া হয়। এ আদেশ গণমাধ্যমে নিশ্চিত করে সিএমপি(চট্টগ্রাম জেলা পুলিশ)
আদেশে আরও বলা হয়, চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার মো. মাহাবুবর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের ডিআইজি পদে নিয়োগ দেয়া হয়েছে। আর চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করার পর গত ২ বছর ৩ মাসে চট্টগ্রামে জনবান্ধন পুলিশিংয়ে ভিন্নমাত্রা যোগ করেন মাহবুবর রহমান।।