স্টাফ রিপোর্টার : বাংলাদেশকে ১ লাখেরও বেশি করোনাভাইরাস ভ্যাকসিন ফ্রি সরবরাহ করবে চীন। শুক্রবার(১১ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস-এর বেইজিং ব্যুরোর প্রতিনিধি সুই-লি উই ওই প্রতিবেদনে বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় ৪২০০ স্বাস্থ্যকর্মীর উপরে করোনা ভ্যাকসিনের ট্রায়াল চালাবে চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি। বাংলাদেশের আইসিডিডিআরবি প্রধান জন ডি ক্লেমেন্সকে উদ্ধৃত করে উই তার প্রতিবেদনে জানিয়েছেন, সিনোভ্যাক বাংলাদেশকে তাদের প্রস্তুত করা ১ লাখ ১০ হাজার ফ্রি করোনা ভ্যাকসিন ডোজ দিতে রাজি হয়েছে। তবে বাংলাদেশের বিপুল জনসংখ্যার সামনে এই ভ্যাকসিনের পরিমাণ খুবই কম বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই সিনোভ্যাককে ঢাকায় তাদের ভ্যাকসিনের ট্রায়ালের পরিচালনার অনুমতি দিয়েছে। আর সিনোভ্যাক জানিয়েছে, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তারা বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে।