স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য চীনের কাছ থেকে কেনা ৭টি বিমান চট্টগ্রামে এসে পৌঁছেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে বর্তমান সরকার দেশের বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। সে লক্ষ্যেই চীনের তৈরী অত্যাধুনিক ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান চীন সরকারের সঙ্গে ক্রয় চুক্তির আওতায় CATIC এর মাধ্যমে বিমান বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে। উল্লেখ্য, এই বিমানগুলো দেহং মাংসি(চীনের একটি অঞ্চল) থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব পাইলটের সাহায্যে সরাসরি সফল ফেরী ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে অবতরন করে।
আইএসপিআর আরো জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সদ্য যোগ হওয়া কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমানগুলো বাহিনীর বিমান চালনা প্রশিক্ষণের বহুল উন্নয়নের পাশাপাশি বাহিনীর সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিবে।