স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার দর্শনায় ফুলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী(বিজিবি)। সোমবার(১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে এ অভিযান চালায় বিজিবি। এসময় ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার থেকে ১ কিলোমিটার ভেতরে বাংলাদেশের চাকুলিয়া বিলে বস্তা হাতে এক ব্যক্তিতে চিহ্নিত করা হয়।
কাছাকাছি গিয়ে ওই ব্যক্তিকে বস্তায় কি আছে দেখাতে বলা হলে সে বস্তাটি ফেলে দিয়ে পালিয়ে যায়। তখন বিজিবির টিম ওই প্লাস্টিকের বস্তা তল্লাশি চালিয়ে মোট ২০৫ ভরি ওজনের স্বর্ণ উদ্ধার করে।
উন্নত মানের ওই ২০৫ ভরি স্বর্ণের মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। স্বর্ণের বারগুলো আপাতত চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসের হেফাজতে রাখা হয়েছে।