অনলাইন ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম সুস্থ হয়েছেন। আগামীকাল(১ অক্টোবর) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হচ্ছে বলে জানা গেছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যাপক ডা. জাহেদ হোসেন জানান, নিউরো সায়েন্স হাসপাতাল থেকে তাকে(ওয়াহিদা) আগামীকাল রিলিজ দিয়ে দেয়া হবে। তবে তাকে সিআরপি(পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড) যাওয়ার জন্য আমরা রিকমেন্ড করে দিব। তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে অধ্যাপক জানান, তিনি স্বাভাবিকভাবে কারো সাহায্য ছাড়াই নিজে নিজে হাটতে পারছেন। তার পায়ের শক্তিও তিনি ফিরে পেয়েছেন, তবে বাকিটা সিআরপি থেকে থেরাপি নিলেই ঠিক হয়ে যাবে।