বিনোদন ডেস্ক : দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিন আগামী ২৪ অক্টোবর। প্রতিবারের মত এবারও নিজের বিশেষ দিনটি নানা আয়োজনের মাধ্যমে পার করতে যাচ্ছেন তিনি। জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবারও কথা রয়েছে। তার প্রতিটি জন্মদিনেই এক বিশেষ ড্রেস কোড অনুসরণ করেন পরীমনি। এবারও সে প্রথার ব্যত্যয় না ঘটিয়ে সবুজে নিজেকে সাজাবার সিদ্ধান্ত নিয়েছেন হাল সময়ের আলোচিত এই নায়িকা।
পরীমনি বলেন, জন্মদিনে প্রতিবছর ড্রেস কোড রাখি, এবারো রেখেছি। এবার প্রকৃতিকে ভালোবেসে সবুজ রঙকে প্রাধান্য দিয়ে জন্মদিনের ড্রেস কোড নির্ধারণ করেছি। এসময় তার জন্মদিনের আয়োজনে আসা অতিথিরাও সবুজ রঙের পোশাক পরে আসবেন।
জন্মদিনের শুরুতে অন্যান্য বারের মত এবারও পথশিশুদের দিয়ে জন্মদিন শুরু করবেন পরী। তাদের নানা উপহার এবং খাদ্যদ্রব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া ২৪ অক্টোবর সন্ধ্যায় কাছের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ব্যস্ত সময় পার করবেন তিনি, এ কথাও জানা গেছে।
এর আগে, করোনা পরিস্থিতির কারণে পরীমনি এবারের জন্মদিন পালনে অনীহা প্রকাশ করেছিলেন। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান আয়োজন এবং মানসিক প্রশান্তির দিকটি চিন্তা করে অবশেষে মত বদলে ফেলেন তিনি।