আন্তর্জাতিক ডেস্ক : থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার এক নির্বাহী আদেশে দেশটিতে চলমান জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার এই আদেশের কারণে গত এক সপ্তাহ ধরে চলমান জরুরি অবস্থার অবসান ঘটলো।
ওদিকে, থাইল্যান্ডে রাজার ক্ষমতা কমিয়ে আনা ও প্রধানমন্ত্রীর পদত্যাগসহ বেশ কিছু দাবিতে আন্দোলন করছেন সাধারণ জনগণ। সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মূলত জরুরি অবস্থা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার একটি রয়েল গেজের ঘোষণায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তবে এটি সমাধান হওয়ায় জরুরি অবস্থা স্থগিত করা হল। বর্তমান পরিস্থিতিতে এখন থেকে সাধারণ আইন প্রয়োগ করা হবে।
আন্দোলনকারীরা সর্বশেষ থাই প্রধানমন্ত্রীকে ৩ দিনের মধ্যে ইস্তফা দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ৩ দিনের মধ্যে পদত্যাগ না করলে আরো কঠোর আন্দোলনের কথাও জানিয়েছেন বিক্ষোভকারীরা।