স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারির প্রকোপ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ২০১৮ সালের স্নাতক চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। ওই স্থগিত পরীক্ষাগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। আর ব্যবহারিক পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শক দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৫ তারিখ শুরু হয়ে ৩০ নভেম্বরের মধ্যে পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা রয়েছে। পরীক্ষা কেন্দ্রের তালিকা www.nubd.info থেকে পাওয়া যাবে।