অনলাইন ডেস্ক : ২০২১ সালের প্রথম মাসেই দেশে ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। টাকার হিসেবে অঙ্কটি প্রায় ১৬ হাজার ৬০০ কোটি টাকারও বেশি। এই রেমিট্যান্সের পরিমাণ গত বছরের জানুয়ারি মাসের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের এক হিসেব মতে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪.৯০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৪.৯৫ শতাংশ বেশি। তবে বাংলাদেশ ব্যাংকের আরেক হিসেব অনুযায়ী, গত কয়েক মাসের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স তুলনামূলক কম এসেছে। শেষ ৫ মাসে রেমিট্যান্স ছিল ২০০ কোটি টাকার উপরে, যা জানুয়ারিতে অনেকটাই হ্রাস পেয়েছে। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন, বছরের প্রথম মাসে কিছু কম রেমিট্যান্স আসা অস্বাভাবিক কিছু নয়। পরের মাসগুলোতে রেমিট্যান্সের “ফ্লো” ঠিক হয়ে যাবে।