স্টাফ রিপোর্টার : গরু চুরির অভিযোগে নির্যাতনের শিকার মা ও দুই মেয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার(২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব এই আদেশ দেন। জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ইলিয়াছ আরিফ।
ওই আইনজীবী জানান, আজ সকালে পুলিশ মা ও দুই মেয়েকে আদালতে হাজির করেন। এসময় বিজ্ঞ আদালত মা ও তার দুই মেয়ের জামিন আবেদন আগামী ধার্য তারিখ পর্যন্ত মঞ্জুর করেন। তবে গরু চুরির মামলায় অন্য দুই মামলার আসামিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
জামিন প্রাপ্তরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী পারভীন আক্তার, দুই মেয়ে রোজিনা আক্তার ও সেলিনা আক্তার।