আন্তর্জাতিক ডেস্ক : এবার জার্মানিতে ধরা পরলো করোনাভাইরাসের নতুন স্ট্রেইন। দক্ষিণ আফ্রিকা থেকে আগত এক ব্যক্তির দেহে এই ভাইরাসটির নতুন স্ট্রেইনের সন্ধান মিলেছে। এক বিবৃতিতে জার্মান সরকার এই তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, জার্মানিতে এখন পর্যন্ত একজনের দেহেই করোনার নতুন ধারাটি শনাক্ত করা গেছে। তবে জার্মানি সতর্কতার অংশ হিসেবে ওই ব্যক্তির পরিবারের বাকি সদস্যদের করোনার নমুনাও বিশেষ পরীক্ষাগারে পাঠিয়েছে। মূলত ওই ব্যক্তি ও তার পরিবার কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে জার্মানিতে ফিরেছিল।
তারা দক্ষিণ আফ্রিকা থেকে জার্মানিতে এলে তাদের সকলেরই করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হয়। সে সময় তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। বাসায় ফিরে যাওয়ার পর ওই পরিবারটি এবং তাদের আশেপাশের কয়েকটি পরিবারের মধ্যে করোনার মৃদু লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো হয়। এরপর সকলের দেহেই করোনা শনাক্ত হয়। এদের মধ্যে একজনের শরীরে দক্ষিণ আফ্রিকান স্ট্রেইনটির সন্ধান পাওয়া গেছে।
সম্প্রতি করোনার এই স্ট্রেইন গোটা বিশ্বেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকা থেকে এই স্ট্রেইন পৌঁছে ছিল যুক্তরাজ্যে। সেখানে মানুষ দ্রুত করোনায় আক্রান্ত হতে শুরু করেন।