স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জুলাই-আগস্টের রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ আগের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। বুধবার(২ সেপ্টেম্বর) সচিবালয়ে জুম অ্যাপের মাধ্যমে যোগ দিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ রিসোর্স অনেক বেশি। সেগুলো আমরা মূল অর্থনীতির সাথে যুক্ত করে পারিনি। তবে এখন আস্তে আস্তে সেগুলোকে মূল স্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসছি। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
অর্থমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতেও আমাদের রেমিট্যান্স ও রপ্তানির প্রবৃদ্ধি ভালো। এতে বোঝা যাচ্ছে আমাদের অর্থনীতি আবার সচল হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের নেই, এ কথা আমি বিশ্বাস করি না। নেই নেই বললে সেখান থেকে কিছু অর্জন করা সম্ভব হবে না। আমি বিশ্বাস করি, আমাদের আছে। সেগুলোকেই কাজে লাগাতে হবে।
মন্ত্রী বলেন, গত দুই মাস ধরে রেমিটেন্স উপরের দিকে উঠছে। তাছাড়াও দেশের রপ্তানি বাণিজ্যেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। আমি মনে করি এটি অব্যাহত থাকবে। জুলাই-আগস্ট মাসের রপ্তানি বাণিজ্যে এক ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হবে।