স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। ওই বন্দুকযুদ্ধে দুই বিজিবি সদস্য আহত হয়েছে এমনটিও জানানো হয়।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের নাফনদীর ১নং স্লুইস গেইট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনাক লে. কর্নেল ফয়সল হাসান খান গণমাধ্যমে বলেন, রাতে একটি ছোট হস্তচালিত নৌকায় করে তিন ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে তাদের চ্যালেঞ্জ করে বিজিবির একটি টহল দল।
এসময় আত্মসমর্পণ না করে ওই নৌকার যাত্রীরা বিজিবির টহল দলকে লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। সুবিধা করতে না পেরে দুই মাদককারবারি নৌকা থেকে লাফিয়ে নদীতে পড়ে পালিয়ে যায় এবং অপর ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
মাদক পাচারকারীদের নৌকাটি জব্দ করে বিজিবি। ঐ নৌকা থেকে ৩ রাউন্ড গুলি, একটি পিস্তল এবং ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।