স্টাফ রিপোর্টার : এসএসসি ও জেএসসি পরীক্ষার ফল বিবেচনায় এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক পরীক্ষার্থী। ওই শিক্ষার্থীর দাবি, জেএসসি ও এসএসসি নয়, বরং টেস্ট পরীক্ষার মূল্যায়নের মাধ্যমে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করলে প্রকৃত রেজাল্ট পাওয়া সম্ভব হবে।
আজ বৃহস্পতিবার(৮ অক্টোবর) চিঠির মাধ্যমে শতাব্দী রায় নামের এক এইচএসসি পরীক্ষার্থীর পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, শতাব্দী রায় সাভারে অবস্থিত মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ২০২০ সনের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। তিনি আরো বলেন, জেএসসি ও এসএসসির ওপর ভিত্তি করে ফলাফল প্রস্তত করলে অনেক শিক্ষার্থীর ভালো প্রস্তুতি থাকার পরও পূর্বের জিপিএ-এর কারণে আশানুরূপ ফলাফল থেকে বঞ্চিত হবেন। আমরা মনে করি, সরকার যদি টেস্ট পরীক্ষার ভিত্তিতে এইচএসসি’র ফলাফল মূল্যায়ন করেন, তাহলে প্রকৃত মূল্যায়ন হবে।
উক্ত নোটিশে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী হিসেবে দেখানো হয়েছে। এছাড়াও ৩ দিনের মধ্যে এ দাবি মেনে নেয়া না হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও ওই লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।