আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পকে উদ্দেশ্য করে পাঠানো চিঠি বিষ মিশিয়ে পাঠানোর অভিযোগে সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তার করেছে আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। ওই নারীকে নিউইয়র্ক-কানাডা সীমান্ত এলাকার বাফেলোর কাছে পিস ব্রিজ সীমান্ত ক্রসিংয়ে গ্রেপ্তার করা হয়। ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন অফিসাররা তাকে নিজেদের হেফাজতে নেন। আমেরিকার আইন প্রয়োগকারী ৩ জন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
বিষ মিশিয়ে চিঠি পাঠানোর ব্যাপারে বার্তা সংস্থা ‘এপি’ জানিয়েছে, বিষ মেশানো প্যাকেটে থাকা খামটি হোয়াইট হাউজে প্রবেশের আগেই যাচাই করা হয়েছিল। তবে গ্রেপ্তারকৃত নারীর পরিচয় এখনো জানানো হয়নি।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ নিশ্চিত করেছে, প্যাকেটসহ চিঠির খামটি কানাডা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। বর্ডার ক্রসিংয়ের সময় একটি সরকারি স্থাপনায় চিঠিটিতে বিষের অস্তিত্ব শনাক্ত করেন কাস্টমস অফিসাররা। প্রাথমিক অনুসন্ধানে ওই চিঠিতে রাইসিন নামক মারাত্মক বিষাক্ত পদার্থের উপস্থিতি নিশ্চিত করা হয়।