স্টাফ রিপোর্টার : ইসির মামলায় ডা. সাবরিনাকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মিথ্যা তথ্য দিয়ে দুইটি জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। শুনানি চলাকালীন সময়ে আসামিপক্ষের আইনজীবীরা সাবরিনার রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত ডা. সাবরিনার এনআইডি জালিয়াতির মামলায় ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, মামলার তদন্তকারী কর্মকর্তা পহেলা সেপ্টেম্বর আদালতের কাছে এ মামলায় ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেছিলেন।
এর আগে, গত ৩০ আগস্ট বাড্ডা থানায় দুইটি জাতীয় পরিচয়পত্র এবং দুইবার ভোটার হবার অপরাধে ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা দায়ের করেন গুলশান থানার নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া।