আন্তর্জাতিক ডেস্ক : সামনের মাসেই ভারতে আসছে করোনাভাইরাসের ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা ক্যান্ডিডেট। আর এই ভ্যাকসিন নির্মাণ প্রতিষ্ঠানের সহযোগী সিরাম ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, এই ভ্যাকসিন ফাইজার এবং বায়ো এনটেকের ভ্যাকসিন ক্যান্ডিডেট থেকে সহজলভ্য হবে এবং একইসাথে সহজে গ্রহণ করার সুবিধা থাকবে। পুনাওয়ালা আরো জানান, ইতোমধ্যেই এই ভ্যাকসিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
তবে, অ্যাস্ট্রাজেনেকা ক্যান্ডিডেট ভ্যাকসিনটি তৈরি করে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে ২০২৪ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলেও জানান তিনি।