স্টাফ রিপোর্টার : সামনের ডিসেম্বরে আসতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন। এমন কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক আজ নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বর্তমানে বিশ্বে যে কয়েকটি দেশ করোনার টিকা উদ্ভাবন করে তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে তাদের মধ্যে রাশিয়ার টিকা এগিয়ে রয়েছে। আগামী নভেম্বরের শেষ দিকে এ টিকা বাজারজাত হতে পারে। অগ্রাধিকারভিত্তিতে আমরা এ টিকা পাওয়ার চেষ্টা করছি। নভেম্বরের শেষে দিকে বা ডিসেম্বরে এই টিকা বাংলাদেশে আসতে পারে।
এসময় আসন্ন শীতকালে করোনা মোকাবেলার জন্য মন্ত্রী বলেন, আমাদের দেশে শীতকালে সামাজিক অনুষ্ঠান বেশি হয়, যেমন বিবাহ, পিকনিক, ভ্রমণ। এতে রাস্তাঘাটগুলোতে জনসমাগম বেশি হয়। অত্যধিক জনসমাগম হলে সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা অনেক সময় সম্ভব নাও হতে পারে। তাই আমরা আহ্বান জানাই, সামনের শীতকালে জনসমাগম থেকে দূরে থাকুন।
মহামারি মোকাবেলায় আরো পরিকল্পনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের মহামারি নিয়ন্ত্রণে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন। আশা করছি, আসন্ন শীতকালে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে সমর্থ হব।