স্টাফ রিপোর্টার : রাজধানীর ইন্দিরা রোডের খামারবাড়ি সংলগ্ন এলাকার শেষ রাস্তায় সড়কে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে অন্তত ৫টি ম্যানহোলের স্ল্যাব উড়ে গেছে। আজ শুক্রবার বেলা ৩ টার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের সময় এক বাড়ির নিরাপত্তা কর্মী নাজমুল সড়কে অবস্থান করছিলেন। তিনি সাংবাদিকদের জানান, বিস্ফোরণের সময় তিনি সড়কেই অবস্থান করছিলেন। রাস্তায় তখন মানুষ ছিল না। কেবল একটা প্রাইভেট কার ছিল। একটার পর একটা ম্যানহোলে বিকট আওয়াজে বিস্ফোরণ হচ্ছিল। প্রাইভেট কারটি তখন থেমে যায়। বিস্ফোরণের পর ৯৯৯ এ ফোন করেন এই নিরাপত্তাকর্মী। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সড়কের নিচে গ্যাস ও ময়লা পরিস্কার করে দিয়ে চলে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বিস্ফোরণে পুরো এলাকার বাসিন্দারা আতংকিত হয়ে পড়েন। সড়কে বের হয়ে দেখেন ম্যানহোলগুলো উল্টে আছে, স্ল্যাবগুলো উপড়ে গেছে। চারপাশে গ্যাসের তীব্র গন্ধ। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তিতাস গ্যাসকে আগে একাধিকবার জানানোর পরও কোনো সমাধান হয়নি। গ্যাসের এই সমস্যার কথা ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানিকে বেশ কয়েকবার জানিয়েও কোনো সমাধান পায়নি এলাকাবাসি।
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, স্ল্যাব উড়ে যাওয়ার মত ঘটনা ঘটেনি এবং এই বিস্ফোরণে কেউ আহত হননি।