স্টাফ রিপোর্টার : ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নাজেহাল অবস্থায় বাংলাদেশ। তামিম ও সৌম্যর শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনে হারের শঙ্কা করা হচ্ছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫০ ওভারে ১৬৩ রান করেছে বাংলাদেশ। হাতে আছে আর মাত্র ২ উইকেট। ক্রিজে ব্যাট করছেন মিরাজ এবং নাইম। জয়ের জন্য প্রয়োজন আরো ৬৮ রান।
বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ ও বাংলাদেশ ২৯৬ রানে করেছিলো। প্রথম ইনিংস থেকে ১১৩ রানের লিড পায় ক্যারিবিয়রা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৪১ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। আজ বাকী ৭ উইকেটে ৭৬ রান যোগ করতে পারে ক্যারিবিয়রা।