স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়েছে ডাকসু ভিপি নুরুল হক নূরকে। রাত ১০টার দিকে নূর এবং তার এক সহযোগীকে হাসপাতালে নেয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, নূরসহ তার এক সহযোগীকে ডিবি পুলিশের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। নূরের সহযোগীর নাম সোহরাব হোসেন। তাদের ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় রাজধানীর শাহবাগ এলাকা থেকে আটক হন নূর সহ আরো ৭ জন। আটকের পর তাদের মিন্টুরোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার এক ঘন্টা পরই নূরকে ছেড়ে দেয়া হয়েছিল।