স্টাফ রিপোর্টার : আসন্ন ৪টি শূন্য আসনের উপনির্বাচনের দুইটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ এবং নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ মো. রেজাউল ইসলাম। রোববার(১৩ সেপ্টেম্বর) সন্ধায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য আসনে মনোনয়নের জন্য বিএনপির পার্লামেন্টারি বোর্ড শনিবার রাজধানীর গুলশানে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করে। সাক্ষাৎকার শেষে ঢাকা-৫ এবং নওগাঁ-৬ শূন্য আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিযোগিতার জন্য এই দুইজন প্রার্থীর নাম চূড়ান্ত করে।
উল্লেখ্য, গত নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন নবী উল্লাহ নবী। আর নওগাঁ-৬ আসনে মনোনয়ন পেয়েছিলেন আলমগীর কবির। আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ এবং ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়।