আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মত এক টুইট বার্তায় আপাতদৃষ্টিতে বাইডেনকে বিজয়ী মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নির্বাচনে জালিয়াতি এবং ‘ভোট রিগিং’ এর অভিযোগ অব্যাহত রেখেছেন।
এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেন বিজয়ী হয়েছে কারণ এই নির্বাচনে জালিয়াতি হয়েছিল।
এর আগে, ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল মানতে নারাজ ছিলেন ট্রাম্প। তিনি বরাবরই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। জালিয়াতির কোনো রকম প্রমাণ ছাড়াই তিনি কয়েকটি রাজ্যে মামলা করেছিলেন। তবে তার সকল আইনি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, সব রাজ্যের ভোটগণনা শেষ হয়ে যাওয়ায় বাইডেনের বিজয় নিশ্চিত হয়ে গেছে। তিনি ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অপরদিকে ২৩২টি ভোট পেয়েছেন ট্রাম্প। কিন্তু পরাজয় স্বীকার না করে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেন এবং বিভিন্ন রাজ্যের ফলাফল চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন।