স্টাফ রিপোর্টার : দুই মাস পর আবারও বাড়তে শুরু করেছে তিস্তায় পানির পরিমাণ। ভারতের গজল ডোবা বাঁধের সব কয়টি গেট খুলে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ১৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে।
পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আরও জানান, যেভাবে পানি বাড়ছে তাতে সন্ধ্যা নাগাদ তিস্তার পানি আরও ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে আবারও নদী ভাঙন ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তিস্তা পাড়ের মানুষেরা।
এর আগে, গত ২ মাস আগের ভয়াবহ বন্যার পর ঘরে ফিরেছিলেন তিস্তা অববাহিকা এবং চরের মানুষরা। কিন্তু গত ২ দিনের টানা বর্ষন এবং উজানের ঢলের কারণে তিস্তা অববাহিকায় আবারো বন্যার আশঙ্কা করা হচ্ছে।