বিনোদন ডেস্ক : চুপিচুপি নিজের তৃতীয় বিয়ের পর্ব শেষ করে ফেললেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত হলিউডের অভিনেত্রী স্কারলেট জোহানসন। তার বিয়ের পাত্র ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান কলিন জস্ট। করোনার কারণে আগেই এনগেজমেন্ট শেষ করে রেখেছিলেন স্কারলেট। এবার বাকি আনুষ্ঠানিকতাও শেষ হলো।
শুক্রবার তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনে স্বেচ্ছাসেবী সংস্থা ‘মিলস অন হুইলস’। তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়- অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে স্কারলেট জোহানসন এবং কলিন জস্ট বিয়ের পর্ব সেরে ফেলেছেন। পরে স্কারলেটের মুখপাত্র বিয়ের খবর নিশ্চিত করেন।
এর আগে, গত বছরের মে মাসে স্কারলেট, কলিন জস্টের সাথে এনগেজমেন্ট সেরে ফেলেন। ২০১৭ সাল থেকে কলিনের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ স্কারলেট। ‘অ্যাভেঞ্জারস’ খ্যাত তারকা স্কারলেট এর আগে দু-বার সংসার পেতে ছিলেন। তবে বিয়ে টেকেনি।
প্রসঙ্গত, স্কারলেটের তৃতীয় বিয়ে হলেও কলিন জস্টের এটি প্রথম বিবাহ। এর আগে ২০০৮ সালে কানাডিয়ান তারকা রায়ান রেনল্ডকে বিয়ে করেন স্কারলেট জোহানসন। এরপর ফরাসি সাংবাদিক রোমেন ডোরিয়াকের সাথেও বিয়ে করেছেন তিনি। সে জুটির রোজ নামের একটি কন্যাসন্তানও আছে। ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।