আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার শহর উলসানে একটি ৩৩ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভবনটির ৮ তলা এবং ১২ তলার মধ্যে আগুনের সূত্রপাত ঘটে। বাতাসের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভবনটিতে ছড়িয়ে পড়ে।
শুক্রবার সকাল পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে। আগুন লাগার পর ভবনটি থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়া হয়। এদের মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ৮০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে এই আগুন লাগার ঘটনা প্রকাশিত হয়। সেই ভবনটিতে ১২০টির মত পরিবার এবং কয়েকটি শপিং ইউনিটও ছিল বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।