স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের চলমান প্রকল্পগুলো কাজে অবহেলা কোনো সুযোগ নেই। দায়িত্ব প্রাপ্তদের সকলকেই নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন সাসেকের আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ার ৭টি দেশের ২১টি উপ-আঞ্চলিক সড়ক করিডোর উন্নয়নের লক্ষ্যে জয়দেবপুর হতে এলেঙ্গা পর্যন্ত জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীত করার প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে।
এসময় আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে জয়লাভের সুযোগ নেই উল্লেখ করে বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, ইসি এবং পার্লামেন্টের উপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন কাদের।
সংসদে বিএনপির সদস্যদের কথা বলার সুযোগ দেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, মাননীয় স্পিকার সকলকেই কথা বলার সমান সুযোগ দিচ্ছেন। এখানে কেউ বৈষম্যের অভিযোগ করতে পারবে না।
সংসদে বিএনপির সদস্য হাতে গোণা কয়েকজন এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, জনগণ তাদের ভোট দেয়নি, তারা নির্বাচনে অংশ নেয়নি এটা পার্লামেন্টের দোষ নাকি সরকারের দোষ? তাদের শক্তি কমে গেছে, সেটাও কি সরকারের দায়?