স্টাফ রিপোর্টার : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর শেখ এর উপর দুর্বৃত্তদের হামলা হয়েছে। তারা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে ইউএনও’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।
এই হামলার ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত আড়াইটার সময়। ২/৩ জন হামলাকারী ইউএনও’র সরকারি বাসভবনে প্রবেশ করে প্রহরীকে বেঁধে ফেলে। এরপর ওয়াহিদা খানমকে হাতুরি বা অন্য কোনো ভারী কোন বস্তু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। ওয়াহিদার বাবা মুক্তিযোদ্ধা ওমর শেখ মেয়েকে বাঁচাতে ছুটে এলে তাকেও জখম করে দুর্বৃত্তরা, এরপরই তারা পালিয়ে যায়। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের আটক করার জন্য অভিযান চলছে, তবে আমাদের ধারণা, ইউএনওকে হত্যার উদ্দেশেই এভাবে জখম করা হয়েছে।