স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে দেশের উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে আজ সবাই সম্মান করে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে সরকারের পক্ষে তা করা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বক্তব্য দেন।
তিনি বলেন, একসময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা ও গরীব রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। এখন আর বাংলাদেশকে নিয়ে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। কীভাবে একটি রাষ্ট্র উন্নয়ন করেছে, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে তার জন্য বিশ্বজুড়ে এক উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ। উন্নয়নের এই ধারা ধরে রেখে এগিয়ে যেতে হবে।
জাতির পিতার জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কারণে ২০২১ সালকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন।
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কেউ গৃহহীন হয়ে থাকবেনা। দেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেবো। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, জনগণের মৌলিক চাহিদা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যাচ্ছি। সেই সাথে নতুন নতুন চাকরির সুযোগ সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
পদ্মা সেতু সম্পর্কে শেখ হাসিনা আরো বলেন, পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশেরই কিছু স্বনামধন্য মানুষ। এটা দুর্ভাগ্যের বিষয়, সামান্য একটা ব্যাংকের এমডি পদের লোভে এত বড় প্রকল্পে বাধা দেয়া হয়েছিল।