স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিলারের উপর বসানো হয়েছে ওয়ান-সি নামের ৩৩তম স্প্যান। এ নিয়ে সেতুর ৪৯৫০ মিটার দৃশ্যমান হয়েছে। এর আগে ৩২তম স্প্যানটি বসানোর মাত্র ৮ দিনের মাথায় ৩৩তম স্প্যানটি বসানো হয়েছে। তবে এখনো আরো ৮টি স্প্যান বসানো বাকি।
সেতুর সাথে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ৩৩তম স্প্যান ‘ওয়ান-সি’ সোমবার সকাল সোয়া ৯টায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ানহুতে তোলা হয়। পরে মাত্র আধা ঘণ্টার মধ্যেই স্প্যানটি সেতুর পিলার দুটির কাছে পৌঁছায়। পরে দুপুর ১২টার দিকে ৩৩তম স্প্যানটি বসাতে সক্ষম হয়।
পদ্মা সেতুর ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, চলতি বছরের ১০ জুন ৫এ নামের ৩১তম স্প্যানটি শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটের মাঝ চ্যানেলে সেতুর জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল। করোনা আর বন্যা পরিস্থিতির কবলে সেতুর অন্যান্য কাজ চললেও এরপর আর কোনো স্প্যান বসানো হয়নি। এরই মধ্যে বন্যা পরিস্থিতি ও পদ্মায় পানির উচ্চতা কমতে শুরু করেছে। যার ফলে এ মাসেই দুটি স্প্যান বসানো হয়েছে।
এছাড়াও চলতি মাসের মধ্যেই ৩৪ এবং ৩৫ নম্বর পিলারটি বসানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণের কাজ ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়। নির্মাণকাজ শুরুর ৩ বছর পর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানোর কাজ শুরু হয়। এরপর একে একে ৩৩টি স্প্যান বসানো হয়েছে। সেতুটিতে মোট ৪১টি স্প্যান বসানো হবে, যার মোট দৈর্ঘ্য হবে ৬.১৫ কিলোমিটার।