স্টাফ রিপোর্টার : দেশের সব কারাগারগুলোতে সর্বোচ্চ সতর্কতাসহ ১৮ দফা নির্দেশনা দিয়েছেন কারা মহাপরিদর্শক(আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। কারাগারে আটক বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামি, কুখ্যাত সন্ত্রাসী এবং জঙ্গি বন্দিদের গতিবিধি কঠোরভাবে নজরদারিতে রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।
গতকাল উক্ত নির্দেশনা সম্বলিত চিঠি কারাগারগুলোতে প্রেরণ করেন আইজি প্রিজন্স। জানা গেছে, সম্প্রতি দেশের কারাগারগুলোতে ফোনে ও চিঠির মাধ্যমে বন্দি ছিনিয়ে নেয়ার হুমকি দিয়েছে একটি অপরাধচক্র দল। ওই হুমকিকে আমলে নিয়েই কারাগারের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
কামাল পাশা তার চিঠিতে উল্লেখ করেছেন, আসন্ন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রত্যেকটি কারাগারে একজন ডেপুটি জেলার, একজন প্রধান কারারক্ষী ও ৫ জন কারারক্ষীর সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করতে হবে। আর কারাগারের বাইরে দায়িত্বপ্রাপ্তদের বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট পরিধান করতে হবে। কারাগারে প্রবেশের জন্য আসা সবাইকেই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে এরপর ভেতরে প্রবেশ করার ব্যবস্থা করতে হবে। ডিউটিতে সশস্ত্র সেন্ট্রি নিয়োগ করতে হবে এবং একইসাথে অস্ত্র ও অস্ত্রাগারের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।