স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৯০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৩৩ জনে। মোট শনাক্ত ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৪১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার নেমে এসেছে ৫.৬৬ শতাংশে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৪৫ শতাংশে অবস্থান করছে। আর মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।