স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকলো ৩৯৮৩ জনে।একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৮৫ জন। এতে করে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩৭৮৪ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৭৫টি। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি নমুনা।
গেল একদিনের হিসেবে শনাক্তের হার নেমে এসেছে ১৮.৫৭ শতাংশে। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬১.৫৬ শতাংশে। এবং মৃত্যুর হার ১.৩৪ শতাংশে স্থির রয়েছে।