আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দয়া দেখিয়ে আলোচনায় বসতে পারেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ক্রেমালিনের একজন মুখপাত্র এমনটি জানিয়েছে।
ওই মুখপাত্র আরো বলেন, যদি মার্কিন প্রশাসন আলোচনার জন্য এগিয়ে আসে। আমি বিশ্বাস করি আমাদের প্রেসিডেন্ট দয়া দেখিয়ে তাতে অংশ নেবেন।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকেই বিশ্বের দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার স্নায়ু যুদ্ধের সূচনা হয়। পরে ইউক্রেন ইস্যু নিয়ে আরেক দফা এই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ার পর সবার শেষে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।