স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীয় আমির ও সম্মিলিত ইসলামিক দলের সমন্বয়ক মাওলানা নূর হোসাইন কাসেমির নেতৃত্বে আজ জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক সমাবেশের আয়োজিত হয়েছে। সে সমাবেশে বক্তারা দেশে চলমান নারী নিপীড়ন এবং ধর্ষণের কঠোর নিন্দা জানান এবং সরকারের কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরেন।
নূর হোসাইন কাসেমি বলেন, সরকার যদি দেশে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপকর্ম বন্ধ করতে না পারে তাহলে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। সরকার নানাভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ দেশ ধর্ষকদের রাজ্যে পরিণত হয়েছে। যারা এ অপকর্মের সঙ্গে জড়িত তারা সরকারি দলের বিভিন্ন পদ-পদবি বহন করে। এ সময় ধর্ষণ প্রতিরোধে তিনি সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন।