অনলাইন ডেস্ক : অবশেষে গ্রেপ্তার হলো ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দেয়া কিশোর। তাকে ভারতের গুজরাট থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, আইপিএলে বাজে খেলার কারণে সোশাল মিডিয়ায় ধোনিকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের কাছে চেন্নাই সুপার কিংসের হারের পর ছাড় পায়নি ধোনির ৫ বছরের শিশুকন্যা জিভাও। ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাদের কন্যাকে ধর্ষণের হুমকি দেয় এক কিশোর। তবে এমন পোস্ট দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ধোনির সমালোচকরাও। ধোনি নিজে ওই কিশোরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করলেও রাঁচি পুলিশ নিজ উদ্যোগে ওই কিশোরকে খুঁজে বের করে। তাদের দেয়া সূত্র অনুসরণ করে গুজরাটের পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে। ১৬ বছর বয়স্ক ওই কিশোর দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করছিল।