স্টাফ রিপোর্টার : রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মামলায় আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তারা শাহেদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৬ জুলাই রাজধানীর উত্তরা ও মিরপুরে শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা শনাক্তের রিপোর্টসহ নানা অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। পরদিন রাতেই উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে প্রতারণার মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার বর্তমানে ডিবি পুলিশের হাতে রয়েছে।
গত ১৫ই জুলাই গ্রেপ্তারের পর ১৬ জুলাই পশ্চিম উত্তরা থানার মামলায় শাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর ২৬ জুলাই উত্তরা পশ্চিম থানায় ৩ ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার একটি মামলায় ৭ দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়াও সাতক্ষীরার অস্ত্র মামলায় তার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।