স্পোর্টস ডেস্ক : তৃতীয় সন্তানের বাবা হওয়ার সুসংবাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপলোড করে তাতে সাকিব লিখেন, নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
আর এই পোস্টটি আপলোড করার সঙ্গে সঙ্গেই সাকিবের ভক্ত ও সমর্থকদের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে গেছে। মাত্র দেড় ঘণ্টার মধ্যে ২ লাখেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে ছবিটিতে। সকলেই সাকিবকে বাবা হওয়ার শুভেচ্ছা জানাচ্ছেন কমেন্ট করে।
সাকিবের প্রথম মেয়ে আলায়না হাসান অব্রি জন্মগ্রহণ করেন ২০১৫ সালের ৮ই নভেম্বর। আর গত বছরের ২৪শে এপ্রিল দ্বিতীয় মেয়ে ইররাম হাসান তাদের ঘর আলো করে পৃথিবীর মুখ দেখে।