স্টাফ রিপোর্টার : চীনের উৎপাদিত করোনাভাইরাস টিকা সর্বসাধারণের জন্য নভেম্বর মাসে উন্মুক্ত করে দেয়া হতে পারে বলে জানা গেছে। চাইনিজ সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোলের (সিডিসি) বিশেষজ্ঞ উ গুইঝেন এমনটি জানিয়েছেন। তিনি টিকা সম্পর্কে বলেন, চীনের ২টি ভ্যাকসিন এরই মধ্যে ট্রায়াল টেস্টে উত্তীর্ণ হয়েছে। এই ২টি ভ্যাকসিনকে অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও আরো একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। উত্তীর্ণ হলে সেটিকেও অনুমোদন দেয়া হবে।
গ্লোবাল টাইমস-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উ গুইঝেন বলেছেন, বিশ্বে করোনার ভ্যাকসিন সংক্রান্ত গবেষণায় সবচেয়ে এগিয়ে আছে চীন। টিকা তৈরিতে চীনা স্বাস্থকর্মী, স্বেচ্ছাসেবী ও গবেষকরা নিরলস পরিশ্রম করছেন। বিশ্বজুড়ে ৯টি টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। তার মধ্যে ৫টিই চীনা ভ্যাকসিন। তার মতে, নভেম্বরে না হলেও অন্তত ডিসেম্বরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেশের সাধারণ নাগরিকদের দেহে পুশ করা হবে।
তিনি আরো বলেন, একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমি নিজেও ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছি, আমি এখন সুস্থ বোধ করছি। এই ভ্যাকসিনের মেয়াদ ১ থেকে ৩ বছর অর্থাৎ উল্লেখিত সময়ের পর ভ্যাকসিনটি মানবদেহে আর কার্যকর থাকে না।
উল্লেখ্য, করোনাভাইরাসের এখনো পর্যন্ত ৩০টি টিকা বিশ্বজুড়ে আবিষ্কৃত হয়েছে। কিন্তু ৩০টির মধ্যে মাত্র ৯টি টিকা তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রবেশ করেছে।