স্টাফ রিপোর্টার : করোনা মহামারি অবস্থার উন্নতি ঘটলে আগামী নভেম্বর মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার সুপারিশ করেছে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। শিক্ষাপ্রতিষ্ঠান না খুললেও পরিস্থিতি সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই সুপারিশ করা হয়েছে।
একটি বেসরকারি টেলিভিশনকে মোবাইল ফোনে এ তথ্য জানিয়েছেন টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।
তবে তিনি বলেছেন, পরীক্ষা নভেম্বরেই হচ্ছে এ কথা নিশ্চিত নয়। তবে পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া যেতে পারে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তিনি বলেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো পরিকল্পনা নেই। করোনা প্রকোপ কমে গেলে ব্যবস্থা নেয়া হবে।