আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেয়া একটি ইমেইল পেয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মোদির সুরক্ষা নিশ্চিতে এবং ক্ষেত্রবিশেষে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর সুপারিশ করে চিঠি পাঠিয়েছে এনআইএ।
এই মেইলটি গত ৮ই আগস্ট পাঠানো হয়েছিল। তিনটি শব্দে মোদিকে হত্যার হুমকি দেয়া হয় ওই মেইলটিতে। এই মেইলটি প্রকাশ্যে আসার পর থেকেই ইমেইলটি নিয়ে দেশজুড়ে নিরাপত্তা সংস্থাগুলোর তোড়জোড় শুরু হয়। মোদির নিরাপত্তা এরইমধ্যে বাড়ানো হয়েছে।
মোদিজির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের চৌকস কমান্ডোরা। স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে ওই হুমকি দেয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সেসময় হরভজন সিং নামের এক ব্যক্তিকে মোদিকে হত্যার হুমকি দেয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও, গত জানুয়ারিতেও মোদিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে কর্ণাটক থেকে আনোয়ার ও নিয়াজ নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।