আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যে একটি ধান ক্ষেতে হামলা চালিয়েছে জঙ্গিরা। এ হামলায় এখন পর্যন্ত ৪৩ জন ধানচাষির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নাইজেরিয়ার সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারাম এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। স্থানীয় সময়ে শনিবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং রয়টার্স জানিয়েছে, নৃশংস এ হামলার সময় চাষিরা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। হামলাকারীদের খোঁজে কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে। ওদিকে এই হামলার পর চেষ্টা করেও দেশটির সামরিক বাহিনী এবং পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই অঞ্চলে স্থানীয় মিলিয়াদের একটি গ্রুপের নেতা বাবাকুরা কুলু ঘটনার বর্ণনা দিয়ে এএফপিকে বলেন, আমরা ৪৩ জনের লাশ উদ্ধার করেছি, যাদের প্রত্যেককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া ছয়জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেছি। এ হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছেন কুলু।
জানা গেছে, ঘটনাটির সময় সেখানে ৬০ জনের বেশি কৃষক ক্ষেতে চাষ দিচ্ছিলেন। তাদের মধ্যে ৪৩ জনকে জঙ্গিরা হত্যা করলে বাকিরা জীবন নিয়ে পালিয়ে আসেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এই হামলায় ৪০ জন নিহত হয়েছেন।