স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যচে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে জিম্বাবুয়ে। সফরকারীরা এক দারুণ জয়ে পাকিস্তানের কাছ থেকে সুপার ওভারে ম্যাচটি ছিনিয়ে নেয়।
জিম্বাবুয়ের দেওয়া ২৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ৮৮ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান। ষষ্ঠ উইকেট পড়লো দলীয় ১৫১ রানে। জিম্বাবুয়ে এসময় জয়ের স্বপ্ন দেখতে থাকলেও নাটকীয়ভাবে ম্যাচ শেষ পর্যন্ত টাই হয়। এরপর ব্লেসিং মুজারাবানির করা সুপার ওভারে মাত্র ২ রান সংগ্রহ করতে পারে পাকিস্তান। যেটি ৩ বলেই টপকে যায় জিম্বাবুয়ে।
সপ্তম উইকেটে বাবর আজম-ওয়াহাব রিয়াজের রানের জুটিতে ম্যাচটা প্রায় বেরই করে ফেলেছিল পাকিস্তান। দলীয় ২৫১ রানে ওয়াহাব আউট হলে আবার ম্যাচের মোড় ঘুরে যায় জিম্বাবুয়ের দিকে। ৫৬ বলে ৫২ রান করেন ওয়াহাব।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন হয় ১৩ রান। এনগাভারার করা প্রথম বলে চার হাঁকান মুহাম্মদ মূসা। পরের পর সিঙ্গেল। তৃতীয় বল ডট। চতুর্থ বলে আসে ২ রান। পঞ্চম বলে সিঙ্গেল নেয়ায় শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৫ রানের। মূসার বাউন্ডারিতে ম্যাচ হয়ে যায় টাই। ৪৯ রানে ৫ উইকেট নেন পেসার মুজারাবানি।