স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে ছিলেন প্রায় সাড়ে ৪ মাস। কিন্তু ইনজুরি কাটিয়ে ফেরার প্রথম ম্যাচেই বিতর্কে জড়ালেন সার্জিও আগুয়েরো। ম্যানসিটি ও আর্সেনালের খেলা চলাকালে সহকারী নারী রেফারি সিয়ান মাসে-এলিসের পিঠ স্পর্শ করলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা সমালোচনার ঝড় উঠে।
রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে জেতা ম্যাচের প্রথমার্ধ তখন শেষের দিকে। সিয়ান মাসে-এলিস আর্সেনালের পক্ষে থ্রো-ইনের জন্য পতাকা তোলেন। সেটা পছন্দ হয়নি কাছেই থাকা আগুয়েরোর। তর্কে জড়ানোর এক পর্যায়ে এলিসের কাঁধে রাখেন আগুয়েরো। স্পর্শ করেন পিঠও। আর্জেন্টাইন স্ট্রাইকারের এহেন কান্ডে জবাবদিহিতা করতে হয়েছে খোদ ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাকেও।
তবে এটিকে তুচ্ছ একটি ঘটনা উল্লেখ করে গার্দিওলা বলেন, আমার দেখা সবচেয়ে ভালো মানুষদের মধ্যে আগুয়েরো একজন। এ ধরণের আলোচনা এখানেই বন্ধ করুন। অন্য কিছু নিয়ে সমস্যা বের করুন, এটি নিয়ে চর্চা বন্ধ করে দিন।