স্টাফ রিপোর্টার : চলমান সব পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ৯টা থেকে নীলক্ষেত মোড়ে এই অবরোধ কর্মসূচির শুরু করেন তারা। সড়কে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার কারণে সড়কটিতে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন জানান, আমি ঢাকা কলেজে পড়ি। করোনা মহামারির মাঝে পরীক্ষা শুরু হওয়ায় অনেক শিক্ষার্থী মেস ভাড়া করে ঢাকায় অবস্থান করছে। এখন পরীক্ষা স্থগিত হওয়া অযৌক্তিক। আমাদের দাবি পরীক্ষা নিতে হবে।
ইডেন কলেজের আরেক শিক্ষার্থী বলেন, আমরা এমনিতেই সেশন জটে ভুগছি। তার উপর আবার পরীক্ষা স্থগিত হয়েছে। এ কারণে আমরা ভয়াবহ সেশন জটের মাঝে আটকে যাবো। তাই আমাদের পরীক্ষা বাতিল না করার দাবি জানাচ্ছি।
এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক হয়। বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত গ্রহণের পরপরই শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে মানববন্ধন করেছিলেন। সেদিন রাত ১০ টা পর্যন্ত তারা সড়কে অবস্থান নেন।