স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) ভিপি নুরুল হক নূরকে আটক এবং মুক্তি দেয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সন্ধ্যায় শাহবাগ থেকে তাকে আটক করার পর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার এক ঘন্টা পর তাকে ছেড়ে দেয়ার কথা জানায় পুলিশ।
কিন্তু এরপরই তাকে পুলিশের গাড়িতে করে ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে জরুরি চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার আটক বা মুক্তির ব্যাপারটি এখনো নিশ্চিত করা হয়নি।
এর আগে, প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকসু ভিপি নূরসহ কোটা আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে নূর ও তার সহযোগীরা। এসময় মিছিলকারীরা সামনে এগোতে চাইলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়। এসময় পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে নূরসহ ৭ জনকে আটক করে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটকের ব্যাপারটি নিশ্চিত করেন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নূরের নেতৃত্বে একটি মিছিল শাহবাগে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং তারা সেখানে ডিউটিরত পুলিশদের উপর হামলার চেষ্টা চালায়। পরে সেখান থেকে নূরসহ ৭ জনকে আটক করা হয়।
তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান, পুলিশের কাজে বাধা দেয়া ও যানবাহন ভাঙচুরের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাজধানীর লালবাগ থানায় নূরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন এক ঢাবি শিক্ষার্থী। নূরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়। তবে মামলার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন নূর।