স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি(ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভে অন্তত কয়েকশ শিক্ষার্থী যোগ দেন।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সকাল থেকেই শাহবাগ মোড়ে মিছিলের মাধ্যমের বিক্ষোভের সূচনা হয়। উক্ত বিক্ষোভে নেতৃত্ব প্রদান করে ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ। তাদের মিছিলে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশি হামলারও প্রতিবাদ জানানো হয়।
ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে তা সরকারের উচ্চপর্যায়ের আদেশেই করা হয়েছে এমনটি দাবি করেন। এছাড়াও আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক খান বলেন, সরকার ডাকসু ভিপিকে হত্যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চিরতরে বন্ধ করে দিতে চায়। কিন্তু তারা জানে না ছাত্র অধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মী এক একজন ভিপি নূর।
উক্ত বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্যভবন হয়ে প্রেসক্লাবের কাছে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তৃতা দেন সংগঠনের নেতারা।