স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) সহসভাপতি(ভিপি) নূরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় নূর ছাড়াও একাধিক জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
নূর বাদে অন্যান্য আসামিরা হলেন, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা, হাসান আল মামুন, নাজমুল হাসান ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে মামলার মূল আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হাসান আল মামুনের নাম। আর নূরকে ধর্ষণে সহায়তার অভিযোগে আসামি করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোডের একটি বাসায় নিয়ে ওই ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ হাসান আল মামুন ও তার সহযোগীরা। মামলার ব্যাপারটি লালবাগ থানার ওসি নিশ্চিত করেছেন।