স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনাল ও সেমিতে অনেক গোল করা সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু বল জালে জড়াতে পেরেছেন মাত্র একবার। ফিনিশিং এ গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছেন নেইমার তাই এমন হচ্ছে বলে মনে করছেন বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো।
আর কিছুক্ষণের মধ্যেই(রাত ১টা) পর্তুগালের লিসবনে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে মাঠে নামছে বুন্দেসলিগা টিম বায়ার্ন মিউনিখ ও ফ্রেঞ্চ দল পিএসজি। প্রথমবারের মত ফাইনালে ওঠা প্যারিস সেইন্ট জার্মেই এর উপর চাপ একটু বেশিই হবে বলে মনে করছেন অনেকেই।
তবে এই ম্যাচে সবার নজর থাকবে প্যারিসের সুপারস্টার নেইমারের উপরে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্দান্ত খেলে সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন নেইমার। কিন্তু কোনো গোল পাননি। এটি নিয়ে সমর্থকেরা চিন্তায় পড়লেও ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদো নেইমারকে দিচ্ছেন গোল পাওয়ার জন্য পরামর্শ। রোনালদো মনে করছেন নেইমার শেষ মুহূর্তে শান্ত থাকতে পারছে না বলেই গোল পাচ্ছে না।
নেইমারের ঝুলিতে আছে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন লিগ ট্রফি। এছাড়াও চলতি মৌসুমে পিএসজি জিতেছেন লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপ। এ মুহূর্তে তিনি দারুণ ছন্দে আছেন। তবে রোনালদো বলছেন মৌসুম সফলভাবে শেষ করতে হলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোনো বিকল্প নেই। গত কয়েকটি ম্যাচে নেইমার ভালো খেললেও ফিনিশিং এর সময় সে মাথা ঠান্ডা রাখতে পারছে না। ভাগ্য সহায় হলে এবং শান্ত থাকলে ফাইনালে সে গোল করতে পারবে। গোল কিভাবে করতে হয় সেটা সে নিশ্চয় জানে। আমি মনে করি, নেইমার ফাইনালে গোল পাবে।