স্পোর্টস ডেস্ক : বায়ার্নের কাছে অল্পের চ্যাম্পিয়ন্স লিগ হেরে চোখের জলে ভাসেন নেইমার। সেই দুঃখ ভুলতেই হয়তো দলের খেলোয়াড়দের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন ইবিজায়। আর সেটাই কাল হয়ে দাঁড়ালো এই বিশ্বখ্যাত ফুটবল খেলোয়াড়ের। কোভিড-১৯ টেস্ট এর ফল পজিটিভ এসেছে তার।
বুধবার(২ সেপ্টেম্বর) ফরাসি এক সংবাদমাধ্যম নেইমারের করোনায় শনাক্তের কথা নিশ্চিত করেছে। এমনকি পিএসজি টিম ম্যানেজমেন্ট শুধু নেইমার নয়, অন্যান্য খেলোয়াড়দেরও করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে। ইতোমধ্যে পিএসজি তাদের ৩ জন খেলোয়াড়ের করোনা শনাক্তের খবর নিশ্চিত করেছে। তবে নাম প্রকাশ করেনি।
এর আগে গত ৩১ আগস্ট পিএসজির অফিসিয়াল টুইটার পেইজে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিও প্যারাডেস। তাদের সঙ্গেই ইবিজায় গিয়েছিলেন নেইমার। একইসাথে কেলর নাভাস, অ্যান্ডার হেরেরা, মাউরো ইকার্ডির ও করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।